Sunday, December 10, 2017

মা/বাবা : আমাকে বাঁচতে দাও || মাধ্যমিক 2018 || বুঝতেই হবে || Stop Comparing || Let me live Maa

বাবা/মা : আমাকে বাঁচতে দাও || মাধ্যমিক 2018 || বুঝতেই হবে

              আপনি (মা/বাবা) কি চান যে আপনার সন্তান মানসিক কষ্টের মধ্যে থাকুক ?  নিশ্চই চান না , তাহলে এমনটা হয় কেন? একটু ভাবুন - আপনার সন্তান আপনার সঙ্গে আজ অবধি যে কথা বার্তা বলেছে, সেই কথা গুলির মধ্যে " মানসিক কষ্ট" সংক্রান্ত কথা কতটুকু হয়েছে,  পিত-মাতার চাহিদা পূরণ করতে.... করতে.... সন্তান নিজেকে নিয়ে ভাবার অবকাশটুকু পাই নি | নিজেকে নিয়ে না ভাবলে নিজের সমস্যার সমাধান করবে কি করে | দীর্ঘদিন এইরকম চলার ফলে শিশুমনে চাপের সৃষ্টি হয়, ডিপ্রেশন এ চলে যাই | আবেগজনিত এই সমস্যা - ভয়ঙ্কর সমস্যা , বিরাট বিপদ হতে পারে আপনার সন্তানের | 

এই আত্মহত্যার জন্য দায়ী কে ??

       মাধ্যমিক পরীক্ষা 2018 হবে, আরো অন্য পরীক্ষাও হবে , রেজাল্ট আউট হবে - আমরা কয়েকটা স্টুডেন্টের আত্মহত্যার খবর দেখবো, প্রতি বছরই কম বেশি ঘটছে > এই আত্মহত্যার জন্য দায়ী - Comparison ( তুলনা করা )

বড়ো অদ্ভুত ৮৫-৯০ বা ৯০-৯৫ বা ৯৮-৯৯ >> ১, ২, ৫ নম্বর কম পাওয়ার জন্য আত্মহত্যা হয়

         ছোট থেকে একদম ছোট থেকে আমরা (পিতা/মাতা/পরিবার) সন্তানকে এমনভাবে তুলনা করি যে, (জেনে বা নাজেনে )  শিশুটির মনে ঢুকে যাই - "আমি যদি অন্যদের থেকে এগিয়ে যাই তাহলেই আমার পিতা/মাতা খুশি হবে" - এই খুশি করার চক্করে , এই আত্মহত্যা | প্লিজ, প্লিজ, প্লিজ........ এই আত্মহত্যা বন্ধ হোক |
           তুলনা করার আগে , একবার ভাবুন আপনাকে করার সাথে তুলনা করলে আপনার কেমন লাগবে | "সন্দীপের বাবা-মা তোমাদের থেকে অনেক ভালো" - এটা যদি আপনার সন্তান আপনাকে বলে , আপনার কেমন লাগবে? আমরা বড়ো, যদিও আমাদের আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা বেশি , কিন্তু একটা শিশুমন , কষ্ট হচ্ছে সেটাও ভালোকরে বোঝতে পারে না , কতটা অসহায় অবস্থা, ভালোকরে ভাবলে আপনার কান্না পাবে, Sorry একটু আবেগী হয়ে পড়েছিলাম | 

আদর্শ পিতা-মাতা কেমন হয় ::

      আমাদেরকে (পিতা/মাতাকে) স্কুল থেকে একটা বই দেওয়া হলো, নাম - "আদর্শ পিতা-মাতা কেমন হয়"  | আপনাকে বইটা পড়তে হবে, মুখস্ত করতে হবে এবং তারপর পরীক্ষা হবে | ভালোকরে ভাবুনতো আপনি-আমি কত % নম্বর পাবো ? সব প্রশ্নোর উত্তর দিতে পারবোতো ? ধরুন আপনি এই পরীক্ষাতে ৩০% নম্বর পেলেন , আর সন্দীপের বাবা-মা ৯৮% নম্বর পেলো , তাহলে, এবার আপনাকে সারা জীবন শুনতে হবে, আপনি খারাপ বাবা/ মা ! ঘটনাটা হচ্ছে সন্দীপের বাবা-মা সারাক্ষন ওই বইটা একদম মুখস্ত করছিলো আর তখন আপনি কম কম পড়ে, বাকি সময় আপনার সন্তানকে নিয়ে তার দেখাশুনা করেছেন, তাহলে বাস্তব বিচার করলে কে   " আদর্শ পিতা-মাতা" ??
                   এখন একটা বই "আদর্শ পিতা-মাতা কেমন হয়" আর এতে  "বাবা-মার  ৯৮% নম্বর"  এই দুইয়ের বাস্তব প্রয়গ কোথায় || বাস্তবে পৃথিবীতে "৯৮% নম্বর" পাওয়া ১০০০ -১০০০ ছেলে মেয়ে হারিয়ে গেছে,  দেখুন , ভালো করে দেখুন - আমাদের চোখে যারা যারা  আজ সমাজে প্রথিষ্ঠিত বা সফল তাদের মধ্যে কত % মানুষের "৯৮% নম্বর" ছিল, বড়োজোর ১০% , তাহলে বাকি ৯০% কি ভাবে সফল হলো ??????  একটা পরীক্ষার নম্বর এটা টিক করে দিতে পারেনা যে আপনার সন্তান জীবনে কি কি করতে পারে |  তুলনা করে আপনার সন্তানের কোনো লাভ হবে না , ক্ষতি হবে - আমরা অভ্যাসবশত এটা করেথাকি  একটু গভীরে বলতে গেলে - আপনি যতক্ষণ না নিজেকে অন্যের সাথে তুলনা করাটা ( যেটা মনে মনে করেন) বন্ধ করবেন ততক্ষন পর্যন্ত আপনি, সন্তানের প্রতি এই কাজটা (তুলনা করা) বন্ধ করতে পারবেন না | 

আপনার সন্তানের আচার আচরণের মধ্যে কিছুতো একটা স্পেশাল আছে, ও কিছু একটা ইশারা করছে::

          শেষে বলি - দুনিয়ার দিকে না তাকিয়ে , না ভেবে, নিজেদের চাহিদার কথা না ভেবে , খুব ভালো করে লক্ষ করুন, দেখুন আপনার সন্তানকে , deeply observe করুন ওকে | প্রতিটি  মানুষের মধ্যে কিছু একটা এমন বিষয় থাকে যেটা স্পেশাল | নিজের পুরাতন অভিজ্ঞতাকে বাদ দিন, একদম শান্তভাবে দেখুন (যেমন ভাবে সিনেমা দেখেন) , আপনার সন্তানের আচার আচরণের মধ্যে কিছুতো একটা স্পেশাল আছে, ও কিছু একটা ইশারা করছে, সেই ইশারাটা বুঝুন |  সাদা মনে , সাদা চোখে দেখলে নিশ্চই বুঝতে পারবেন,  সেই ইশারাটা ("তারে জামিন পার" সিনেমাটা দেখুন )| ওর মনের মধ্যে প্রবেশ করে, সেখান থেকে ওকে সাহায্য করুন |  
            আমি-আপনি আজ সন্তানের জন্য যে ভবিষ্যত ভাবছি, সেটা সবটাই বাইরের জগত থেকে ধার করা তথ্য অনুযায়ী ভাবছি, এর সঙ্গে সন্তানের নিজস্ব মনের জগত এর কোনো সম্পর্ক নাই | ও কিভাবে বাইরের জগত থেকে তথ্য নিচ্ছে সেটা আমাদের সাথে মিলবে না , ওকে ওর মতো করে বুঝতে দিন, শুধুমাত্র ওর প্রশ্নোর সঠিক উত্তরটা দিন | বিশ্বাস করুন ওর ইশারা অনুযায়ী কাজ হলে >  আপনি-আমি যা ভাবছি তার থেকে ১০০০ গুন ভালো ভবিষৎ হবে আমাদের সন্তানের ১০০% গ্যারান্টি ::: ধন্যবাদ 

পারলে শেয়ার করবেন, প্রয়োজনে comment করবেন

                                         সন্তানের  ১০০০ গুন ভালো ভবিষৎ এর কমনা রইলো



Friday, December 8, 2017

Self Understanding সমস্যা সমাধান - নিজেকে জানুন - নিজেকে বুঝুন Part -1 (In Bangla / Bengali)

Self Understanding সমস্যা সমাধান - নিজেকে জানুন Part -1

 বিভিন্ন মহাপুরুষের বাণী বা কোনো লেখকের ভালো লেখা বা কথা ফেসবুক এ ভালো ভালো কোটেশন ইত্যাদি যেগুলো আমাদের মাথার মধ্যে জমা হযে আছে সেগুলি আমাদের  জীবনে কোনো কাজের নয় | অবাক হলেন , আসলে এগুলি কি কাজে লাগে জানেন - এইসব ভালো ভালো কথা শুনে, দেখে যে জেনে  আমরা একটু মোটিভেটেড হয় , মজা লাগে (এটা একধরণে এন্টারটেনমেন্ট)  বা এমন হয় এইসব ভালো ভালো কথা শুনে, দেখে এবং জেনে  আমরা আমাদের অহংকারকে বাড়ায় এই ভাবে যে আমি অনেক ভালো ভালো কথা জানি এবং দুনিয়ার মানুষকে (বন্ধু , ভাই , বোন....) ডেকে ডেকে কথাগুলি শোনায়, তাদের মাথা খাই , শুনতে না চাইলেও জোর করে শোনায় হা হা হা ..

কিন্তু বাবু বাস্তবে জীবনকে দারুন ভাবে উপভোগ করতে হলে আমাদের যেটা করা উচিত এই বিভিন্ন মহাপুরুষদের বাণী যে ভালো ভালো কথা গুলি আমাদের বুঝতে হবে, বুঝতে হবে বাণীর বাস্তবতাকে,  যে মহাপুরুষ বাণীটি বলেছেন তার ভাবনাটাকে বুঝতে হবে, বাণীর প্রেক্ষাপট বুঝতে হবে , বাণীর ইশারাটি বুঝতে হবে এবং প্রথমে শুধুমাত্র নিজের জীবনে ছোট ছোট স্তরে প্রয়োগ করতে হবে বাবু , তাহলেই আসল মজাটা পাওয়া যাবে |

জীবনের সবথেকে বড়ো এবং একটিমাত্র বিষয় যেটা ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হলো                                       >>>  Right Understanding  (বুঝতে পারা)

শিখতে হবে Right Understanding কি ভাবে করতে হয় | "কি করে বুঝতে হয়" - সেটা বুঝতে হবে |

     জীবনে কোনো জটিল সমস্যা এলে আমরা খুব চটজলদি সেখান থেকে যেমনকেরে হোক বেড়হতে চাই, অথচ বেড়হতেও পারি না , তখন মনের মধ্যে চাপের সৃষ্টি হয় - ৯০% মানুষ এটাই করে | তাই আজকের দিনে পৃথিবীতে মনোরঞ্জনের( নাচ, গান, কমেডি ) এতবড়ো ব্যবসার রমরমা , মনের চাপ কারাতে মানুষ মনোরঞ্জনের সাহারা নিচ্ছে | "ব্রেন খাটাতে হবে" - একাজ আমাদের একদম পছন্দ নয় | কিন্তু বাবু একাজটি করতেই হবে | কারণ মানুষের জীবনে যে কাজটা সারাজীবন করতেই হয় সেটা হলো - "সমস্যা সমাধান" | Problem কমবেশি সর্বদা ছিল , আছে, থাকবে |  চারিপাশে ভালোকরে দেখলে বোঝা যাবে - সমস্যা সমাধান করার ক্ষমতা যে মানুষটার বেশি তার        Right Understanding Power ভালো |

|| Right Understanding Power ই পারে জীবনকে ঢেলে সাজাতে, জীবনকে পুরোপুরি উপভোগ করতে ||

                                                               
>>>>> ধন্যবাদ ,  কোনো মন্তব্য থাকলে জানাবেন

Thursday, December 7, 2017

অনেক হলো এবার শুরু হোক - ভালো থাকা:: পাশে আছি, পাশে থাকবো

অনেক হলো এবার শুরু হোক - ভালো থাকা::পাশে আছি, পাশে থাকবো

motivation in bangla       এবার ভালো থাকার পালা : কথা হচ্ছে ভালো শব্দ টা বড় অদ্ভুত কারণ ভালো থাকলে খারাপ কেও থাকতে হবে,  উল্টোটাও সত্যি ,  এখন ভালো করে দেখলে বোঝাযাবে আমরা মনেকরি ভালো = সফলতা , এটা যদি সত্যি হয় তাহলে আমাদের সফল হতে হবে সেই সেই ক্ষেত্রে যে যে ক্ষেত্রে আমরা ভালো নাই .

তাহলে আজ আমরা সফল (= ভালোথাকা ) হবার জন্য একদম to the point কিছু করি 

# প্রশ্ন দিয়ে শুরু করতে হবে, তবে একটু গভীরভাবে (এক্ষেত্রে নিজের প্রতি সৎ থাকতে হবে) ৩টি - ৫টি    স্টেজএ করতে হবে - শুরু করি ::-

For Example
>>>  খারাপ কেন আছি ? 
>>>  যে উত্তর আসবে , সেটা তে আবার একবার প্রশ্ন করতে হবে  
>>> এবার যে উত্তর আসবে , সেটাতেও আবার একবার প্রশ্ন করতে হবে. >>> ........
 Real Example -
>> প্রশ্ন -খারাপ কেন আছি ? উত্তর - আমার ইনকাম(টাকা পয়সা ) নাই, তাই আমি খারাপ আছি  
>>  প্রশ্ন - আমার কেন ইনকাম নাই ? উত্তর - কারণ আমি কোনো কাজে /চাকরি তে যুক্ত হতে পারি নাই .
 >> প্রশ্ন - কেন কাজে /চাকরি তে যুক্ত হতে পারি নাই? উত্তর - কারণ আমি এখনো  প্রযন্ত নিদৃষ্ট  যোগ্যতা স্তরে    
            যেতে পারিনি (খারাপ লাগলেও এটা সত্যি , অন্তর জানে এটা ) 

# এবার ওপরের প্রশ্ন থেকে যে উত্তর পাওয়া যাবে সেটার নিয়ে কাজ কাজ  ::-

নিদৃষ্ট  যোগ্যতা স্তরে পৌঁছেতে হবে আপনাকে , যে কাজ ভালো লাগে সেই কাজে নিজের ১০০% দিতে হবে , পুরো আগুন লাগাতে হবে , মনের আতসকাঁচের ফোকাসে ওই কাজটিকে রাখতে হবে বিশ্বাস করুন এমনটা যদি করতে পারেন তাহলে আপনি সফল হবেন হবেন হবেন, কেউ আটকাতে পারবে না আপনাকে ১০০% এবং তখন আর ভালো থাকার জন্য ইন্টারনের সার্চ করতে হবে না , আপনি এমনি ভালো থাকবেন>>>


ধন্যবাদ পরের আর্টিকেলএ আবার নতুন টপিক নিয়ে হবে > >  অরে আপনি পারবেন ১০০% কারণ আপনি ভালো থাকতে চাইছেন, মনের মধ্যে এই প্রশ্ন জেগেছে এটাই বিরাট ব্যাপার , লাভ ইউ