Friday, December 8, 2017

Self Understanding সমস্যা সমাধান - নিজেকে জানুন - নিজেকে বুঝুন Part -1 (In Bangla / Bengali)

Self Understanding সমস্যা সমাধান - নিজেকে জানুন Part -1

 বিভিন্ন মহাপুরুষের বাণী বা কোনো লেখকের ভালো লেখা বা কথা ফেসবুক এ ভালো ভালো কোটেশন ইত্যাদি যেগুলো আমাদের মাথার মধ্যে জমা হযে আছে সেগুলি আমাদের  জীবনে কোনো কাজের নয় | অবাক হলেন , আসলে এগুলি কি কাজে লাগে জানেন - এইসব ভালো ভালো কথা শুনে, দেখে যে জেনে  আমরা একটু মোটিভেটেড হয় , মজা লাগে (এটা একধরণে এন্টারটেনমেন্ট)  বা এমন হয় এইসব ভালো ভালো কথা শুনে, দেখে এবং জেনে  আমরা আমাদের অহংকারকে বাড়ায় এই ভাবে যে আমি অনেক ভালো ভালো কথা জানি এবং দুনিয়ার মানুষকে (বন্ধু , ভাই , বোন....) ডেকে ডেকে কথাগুলি শোনায়, তাদের মাথা খাই , শুনতে না চাইলেও জোর করে শোনায় হা হা হা ..

কিন্তু বাবু বাস্তবে জীবনকে দারুন ভাবে উপভোগ করতে হলে আমাদের যেটা করা উচিত এই বিভিন্ন মহাপুরুষদের বাণী যে ভালো ভালো কথা গুলি আমাদের বুঝতে হবে, বুঝতে হবে বাণীর বাস্তবতাকে,  যে মহাপুরুষ বাণীটি বলেছেন তার ভাবনাটাকে বুঝতে হবে, বাণীর প্রেক্ষাপট বুঝতে হবে , বাণীর ইশারাটি বুঝতে হবে এবং প্রথমে শুধুমাত্র নিজের জীবনে ছোট ছোট স্তরে প্রয়োগ করতে হবে বাবু , তাহলেই আসল মজাটা পাওয়া যাবে |

জীবনের সবথেকে বড়ো এবং একটিমাত্র বিষয় যেটা ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হলো                                       >>>  Right Understanding  (বুঝতে পারা)

শিখতে হবে Right Understanding কি ভাবে করতে হয় | "কি করে বুঝতে হয়" - সেটা বুঝতে হবে |

     জীবনে কোনো জটিল সমস্যা এলে আমরা খুব চটজলদি সেখান থেকে যেমনকেরে হোক বেড়হতে চাই, অথচ বেড়হতেও পারি না , তখন মনের মধ্যে চাপের সৃষ্টি হয় - ৯০% মানুষ এটাই করে | তাই আজকের দিনে পৃথিবীতে মনোরঞ্জনের( নাচ, গান, কমেডি ) এতবড়ো ব্যবসার রমরমা , মনের চাপ কারাতে মানুষ মনোরঞ্জনের সাহারা নিচ্ছে | "ব্রেন খাটাতে হবে" - একাজ আমাদের একদম পছন্দ নয় | কিন্তু বাবু একাজটি করতেই হবে | কারণ মানুষের জীবনে যে কাজটা সারাজীবন করতেই হয় সেটা হলো - "সমস্যা সমাধান" | Problem কমবেশি সর্বদা ছিল , আছে, থাকবে |  চারিপাশে ভালোকরে দেখলে বোঝা যাবে - সমস্যা সমাধান করার ক্ষমতা যে মানুষটার বেশি তার        Right Understanding Power ভালো |

|| Right Understanding Power ই পারে জীবনকে ঢেলে সাজাতে, জীবনকে পুরোপুরি উপভোগ করতে ||

                                                               
>>>>> ধন্যবাদ ,  কোনো মন্তব্য থাকলে জানাবেন

1 comment: