Sunday, December 10, 2017

মা/বাবা : আমাকে বাঁচতে দাও || মাধ্যমিক 2018 || বুঝতেই হবে || Stop Comparing || Let me live Maa

বাবা/মা : আমাকে বাঁচতে দাও || মাধ্যমিক 2018 || বুঝতেই হবে

              আপনি (মা/বাবা) কি চান যে আপনার সন্তান মানসিক কষ্টের মধ্যে থাকুক ?  নিশ্চই চান না , তাহলে এমনটা হয় কেন? একটু ভাবুন - আপনার সন্তান আপনার সঙ্গে আজ অবধি যে কথা বার্তা বলেছে, সেই কথা গুলির মধ্যে " মানসিক কষ্ট" সংক্রান্ত কথা কতটুকু হয়েছে,  পিত-মাতার চাহিদা পূরণ করতে.... করতে.... সন্তান নিজেকে নিয়ে ভাবার অবকাশটুকু পাই নি | নিজেকে নিয়ে না ভাবলে নিজের সমস্যার সমাধান করবে কি করে | দীর্ঘদিন এইরকম চলার ফলে শিশুমনে চাপের সৃষ্টি হয়, ডিপ্রেশন এ চলে যাই | আবেগজনিত এই সমস্যা - ভয়ঙ্কর সমস্যা , বিরাট বিপদ হতে পারে আপনার সন্তানের | 

এই আত্মহত্যার জন্য দায়ী কে ??

       মাধ্যমিক পরীক্ষা 2018 হবে, আরো অন্য পরীক্ষাও হবে , রেজাল্ট আউট হবে - আমরা কয়েকটা স্টুডেন্টের আত্মহত্যার খবর দেখবো, প্রতি বছরই কম বেশি ঘটছে > এই আত্মহত্যার জন্য দায়ী - Comparison ( তুলনা করা )

বড়ো অদ্ভুত ৮৫-৯০ বা ৯০-৯৫ বা ৯৮-৯৯ >> ১, ২, ৫ নম্বর কম পাওয়ার জন্য আত্মহত্যা হয়

         ছোট থেকে একদম ছোট থেকে আমরা (পিতা/মাতা/পরিবার) সন্তানকে এমনভাবে তুলনা করি যে, (জেনে বা নাজেনে )  শিশুটির মনে ঢুকে যাই - "আমি যদি অন্যদের থেকে এগিয়ে যাই তাহলেই আমার পিতা/মাতা খুশি হবে" - এই খুশি করার চক্করে , এই আত্মহত্যা | প্লিজ, প্লিজ, প্লিজ........ এই আত্মহত্যা বন্ধ হোক |
           তুলনা করার আগে , একবার ভাবুন আপনাকে করার সাথে তুলনা করলে আপনার কেমন লাগবে | "সন্দীপের বাবা-মা তোমাদের থেকে অনেক ভালো" - এটা যদি আপনার সন্তান আপনাকে বলে , আপনার কেমন লাগবে? আমরা বড়ো, যদিও আমাদের আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা বেশি , কিন্তু একটা শিশুমন , কষ্ট হচ্ছে সেটাও ভালোকরে বোঝতে পারে না , কতটা অসহায় অবস্থা, ভালোকরে ভাবলে আপনার কান্না পাবে, Sorry একটু আবেগী হয়ে পড়েছিলাম | 

আদর্শ পিতা-মাতা কেমন হয় ::

      আমাদেরকে (পিতা/মাতাকে) স্কুল থেকে একটা বই দেওয়া হলো, নাম - "আদর্শ পিতা-মাতা কেমন হয়"  | আপনাকে বইটা পড়তে হবে, মুখস্ত করতে হবে এবং তারপর পরীক্ষা হবে | ভালোকরে ভাবুনতো আপনি-আমি কত % নম্বর পাবো ? সব প্রশ্নোর উত্তর দিতে পারবোতো ? ধরুন আপনি এই পরীক্ষাতে ৩০% নম্বর পেলেন , আর সন্দীপের বাবা-মা ৯৮% নম্বর পেলো , তাহলে, এবার আপনাকে সারা জীবন শুনতে হবে, আপনি খারাপ বাবা/ মা ! ঘটনাটা হচ্ছে সন্দীপের বাবা-মা সারাক্ষন ওই বইটা একদম মুখস্ত করছিলো আর তখন আপনি কম কম পড়ে, বাকি সময় আপনার সন্তানকে নিয়ে তার দেখাশুনা করেছেন, তাহলে বাস্তব বিচার করলে কে   " আদর্শ পিতা-মাতা" ??
                   এখন একটা বই "আদর্শ পিতা-মাতা কেমন হয়" আর এতে  "বাবা-মার  ৯৮% নম্বর"  এই দুইয়ের বাস্তব প্রয়গ কোথায় || বাস্তবে পৃথিবীতে "৯৮% নম্বর" পাওয়া ১০০০ -১০০০ ছেলে মেয়ে হারিয়ে গেছে,  দেখুন , ভালো করে দেখুন - আমাদের চোখে যারা যারা  আজ সমাজে প্রথিষ্ঠিত বা সফল তাদের মধ্যে কত % মানুষের "৯৮% নম্বর" ছিল, বড়োজোর ১০% , তাহলে বাকি ৯০% কি ভাবে সফল হলো ??????  একটা পরীক্ষার নম্বর এটা টিক করে দিতে পারেনা যে আপনার সন্তান জীবনে কি কি করতে পারে |  তুলনা করে আপনার সন্তানের কোনো লাভ হবে না , ক্ষতি হবে - আমরা অভ্যাসবশত এটা করেথাকি  একটু গভীরে বলতে গেলে - আপনি যতক্ষণ না নিজেকে অন্যের সাথে তুলনা করাটা ( যেটা মনে মনে করেন) বন্ধ করবেন ততক্ষন পর্যন্ত আপনি, সন্তানের প্রতি এই কাজটা (তুলনা করা) বন্ধ করতে পারবেন না | 

আপনার সন্তানের আচার আচরণের মধ্যে কিছুতো একটা স্পেশাল আছে, ও কিছু একটা ইশারা করছে::

          শেষে বলি - দুনিয়ার দিকে না তাকিয়ে , না ভেবে, নিজেদের চাহিদার কথা না ভেবে , খুব ভালো করে লক্ষ করুন, দেখুন আপনার সন্তানকে , deeply observe করুন ওকে | প্রতিটি  মানুষের মধ্যে কিছু একটা এমন বিষয় থাকে যেটা স্পেশাল | নিজের পুরাতন অভিজ্ঞতাকে বাদ দিন, একদম শান্তভাবে দেখুন (যেমন ভাবে সিনেমা দেখেন) , আপনার সন্তানের আচার আচরণের মধ্যে কিছুতো একটা স্পেশাল আছে, ও কিছু একটা ইশারা করছে, সেই ইশারাটা বুঝুন |  সাদা মনে , সাদা চোখে দেখলে নিশ্চই বুঝতে পারবেন,  সেই ইশারাটা ("তারে জামিন পার" সিনেমাটা দেখুন )| ওর মনের মধ্যে প্রবেশ করে, সেখান থেকে ওকে সাহায্য করুন |  
            আমি-আপনি আজ সন্তানের জন্য যে ভবিষ্যত ভাবছি, সেটা সবটাই বাইরের জগত থেকে ধার করা তথ্য অনুযায়ী ভাবছি, এর সঙ্গে সন্তানের নিজস্ব মনের জগত এর কোনো সম্পর্ক নাই | ও কিভাবে বাইরের জগত থেকে তথ্য নিচ্ছে সেটা আমাদের সাথে মিলবে না , ওকে ওর মতো করে বুঝতে দিন, শুধুমাত্র ওর প্রশ্নোর সঠিক উত্তরটা দিন | বিশ্বাস করুন ওর ইশারা অনুযায়ী কাজ হলে >  আপনি-আমি যা ভাবছি তার থেকে ১০০০ গুন ভালো ভবিষৎ হবে আমাদের সন্তানের ১০০% গ্যারান্টি ::: ধন্যবাদ 

পারলে শেয়ার করবেন, প্রয়োজনে comment করবেন

                                         সন্তানের  ১০০০ গুন ভালো ভবিষৎ এর কমনা রইলো



No comments:

Post a Comment